কাপ্তাইয়ে আ.লীগের সভাপতির বাসায় গুলিবর্ষণ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৪

সাহস ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর ঘর লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৫টা এবং রাত ৮টার পর দুই দফায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন এর হেডম্যান পাড়ায় তার নিজ বাসায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানান অংসুইছাইন চৌধুরী।

তিনি জানান, জেএসএস’র (সন্তু) অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। তিনি অবিলম্বে চিৎমরমে সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানান।

এই ঘটনার সত্যতা স্বীকার করে চিৎমরম হেডম্যান পাড়ার বাসিন্দা চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী  জানান, আমরা এখনও পর্যন্ত আতঙ্কের মধ্যে আছি। তিনিও চিৎমরমে সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত