দেড় বছরেও দখলমুক্ত হয়নি শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৩

শেখ নাদীর শাহ্, খুলনা

দীর্ঘ বছরেও দখলমুক্ত হয়নি খুলনার পাইকগাছার শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি। এর আগে পৌর সদরস্থ বিদ্যালয়ের উক্ত সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ দেড় বছরেও কার্যকর হয়নি। ওই সম্পতির অবৈধ দখলমুক্ত করতে পুনরায় উপজেলা নির্বাহী  কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভিন।

জানা যায়, পৌর সদরস্থ শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ০.৩৪০৮ একর জমির ০.০৩৬৮ একর জমি দীর্ঘদিন প্রভাব খাটিয়ে অবৈধ দখলে রেখেছে রংধনু এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ও চলন্তিকা সংঘ। গত প্রায় দেড় বছর আগে দখলদারদের উচ্ছেদে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন কমিটির সভাপতি জগদিশ চন্দ্র রায়।

এর পর, অভিযোগটি আমলে নিয়ে তিনি ১৫ দিনের মধ্যে নোটিশ প্রদান পূর্বক বিদ্যালয়ের সম্পত্তি দখলমুক্ত করতে উপজেলা শিক্ষা অফিসারকে আদেশ দেন। তবে দীর্ঘ দেড় বছরেও ওই আদেশ কার্যকর না হওয়ায় দখলদার উচ্ছেদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভিন পুনরায়  ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন।

এব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন ইতোমধ্যে বিদ্যালয়ের সম্পত্তির সীমানা নির্ধারণসহ বিস্তারিত তথ্য দিয়ে কানুনগো প্রতিবেদন দিয়েছেন। ৬ সেপ্টেম্বর উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হতে বলা হয়েছে। ওই দিনই কাগজপত্র দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত