শরীয়তপুরে ওহেদ হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশ : ২১ আগস্ট ২০২২, ১৩:৩২

সাহস ডেস্ক

শরীয়তপুর সদর উপজেলার শিক্ষানবিশ আইনজীবী ওহেদউজ্জামান ওহেদের হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চিকন্দী ইউনিয়নবাসী।
রবিবার(২১ আগস্ট) সকাল ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও প্রদান করেছেন।

কয়েক হাজার জনতার এ মানববন্ধনে শরীয়তপুর সদর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী বলেন, যারা এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। নিহত ওহেদউজ্জামান ওহেদের স্ত্রী সুমি আক্তার বলেন, যারা আমার গর্ভের বাচ্চাকে এতিম করেছে তাদের ফাঁসি চাই। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ওহেদউজ্জামানের বড় ভাই মোদাচ্ছের খান, মোয়াজ্জেম খান, তমিজ খান, সাবেক মেম্বার মতিন ছৈয়াল, মিজান মোহাম্মদ খান প্রমুখ।

উল্লেখ্য গত ৯ আগস্ট আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ফরহাদ খান, ইদ্রিস খান, আলমাছ খান, আব্বাস খান, গিয়াস উদ্দীন খান প্রমূখ ওহেদউজ্জামানকে হত্যা করে বলে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত