কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়ে নিহত

প্রকাশ : ১১ জুন ২০২২, ১৮:১৬

সাহস ডেস্ক

কুষ্টিয়ার কুমারখালীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মেয়ের বাবা। শুক্রবার (১০ জুন) রাত ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের কালুখালি নন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের হউজিং সি ব্লকের বাসিন্দা আশরাফুল ইসলাম জনির স্ত্রী রিনা খাতুন (৩০) ও এই দম্পতির মেয়ে জয়া (১১)। আহত আশরাফুল ইসলাম জনি (৩৬) একই এলাকার আব্দুস সালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে জনি তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে পাংশার মাছপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি কুষ্টিয়া হাউজিংয়ের দিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী যানটি রাত সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছায়। এ সময় একটি কাভার্ড ভ্যান পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন জনির স্ত্রী রিনা খাতুন। এ ঘটনায় জনি ও তার সন্তান জয়া আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। রাত দেড়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জয়ার মৃত্যু হয়।

এ বিষয়ে আহত আশরাফুল ইসলাম জনি বলেন, ‘রাতে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও দুই মেয়েসহ চারজন আসছিলাম। হঠাৎ একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে আমরা সড়কে পড়ি। এতে ঘটনাস্থলেই আমার স্ত্রী মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে জয়া মারা যায়।’ 

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘মোটরসাইকেলে চারজন ছিল। ঘটনাস্থলে স্ত্রী রিনা মারা যান। পরে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে জয়া মারা গেছে।’ কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। লাশ মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি টোলপ্লাজা এলাকা থেকে জব্দ করা হয়েছে।’ 

সাহস২৪.কম/এআর/রাজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত