‘কোনো রকম খাদ্য যেন নষ্ট না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে’

প্রকাশ : ০৭ জুন ২০২২, ১৭:৫৭

সাহস ডেস্ক

বৈশ্বিক সংকটের এই সময়ে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের সবাইকে মিতব্যয়ী হতে হবে। কোনো রকম খাদ্য যেন নষ্ট না হয়। সেদিকে দৃষ্টি দিতে হবে।’ এই সময়ে সবার সঞ্চয়ী হওয়া উচিত বলেও মনে করেন শেখ হাসিনা, ‘প্রত্যেককে যার যার নিজের নিজের সঞ্চয় করা, নিজের ব্যবস্থা করা, নিজেকে করতে হবে। কারণ সব তো আর সরকার করে দিতে পারবে না। কিন্তু নিজেদের করতে হবে।’

দেশের জনগণ ও নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘দিন যত যাচ্ছে, এই যুদ্ধ কিন্তু এত তাড়াতাড়ি থামবে বলে মনে হয় না। এই যে আমরা জাহাজে করে পণ্য পরিবহন করি, যেটা ৮০০ ডলারে হতো সেটা এখন আড়াই হাজার-তিন হাজার ডলার হয়ে গেছে। কাজেই জিনিসের দাম তো বাড়বে।’ তিনি বলেন,‘কাজেই আমাদের চেষ্টা করতে হবে আমাদের মাটি আছে, যতটুকু পারি আমাদের উৎপাদন বাড়াব। আমাদের নিজেদের খাদ্যটা যেন আমরা নিজেরা উৎপাদন করতে পারি, সেদিকে দৃষ্টি দিতে হবে। কেউ যদি এখন আন্দোলন করে এই কারখানা বন্ধ, ওই কাজ বন্ধ করে, কারখানা বন্ধ হলে তো চাকরিও চলে যাবে। সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তখন এর বেতন বাড়া না, বেতনহীন হয়ে যেতে হবে। সেটা যদি না বোঝে আমাদের কিছু করার নেই।’

সরকারের সক্ষমতার প্রসঙ্গ টেনে সরকারপ্রধান আরও বলেন, ‘বেসরকারি খাতে আমরা আর কত দেব? আমরা তো ভর্তুকি দিয়ে যাচ্ছি। সব ধরনের প্রণোদনা দিয়েছি। এর বেশি দেয়া তো সম্ভব নয়। সেটা তো মাথায় রেখে চলতে হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত