শিবগঞ্জে বিপুল পরিমান মাদক উদ্ধার; আটক ৩

প্রকাশ : ১৯ মে ২০২১, ২৩:১৭

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিজিবি ও র‌্যাবের পৃথক ৪টি অভিযানে ৩ হাজার ৯৯৫ পিস ইয়াবা,২ কেজি ৭০ গ্রাম হেরোইন ও ৩ কেজি ৯শত গ্রাম গাঁজাসহ ৩ জন আটক হয়েছেন। 

১৯'মে (বুধবার) ও গত ১৮'মে (মঙ্গলবার) অভিযানগুলো চালানো হয়। আটকরা হলেন,শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নের শেখটোলা বাগানবাড়ি গ্রামের রবিউল ইসলামের ছেলে রুবেল (৩০), একই ইউনিয়নের আব্দুল কুদ্দুসের ছেলে ওবাইদুর রহমান (৩০) ও দাইপুকুরিয়া ইউনিয়নের বিনোদনগর গ্রামের তাজামুল হকের ছেলে আবুল হায়াত (২৫)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর হাউস নগর গ্রামে পাকা সড়কের উপর অভিযানে ইয়াবাসহ রুবেল ও  দুপুর সোয়া ১টার দিকে একই ইউনিয়নের হরিনগর গ্রামে অভিযানে গাাঁজাসহ ওবাইদুর আটক হয়। 

এর আগে গত ১৮'মে (মঙ্গলবার) বিকেল সোয়া ৫টার দিকে শিবগঞ্জ পৌর রসুলপুর মোড় এলাকা থেকে ১ কোটি ৯৭ লক্ষ টাকা মূল্যের ১ কেজি ৯৭০ গ্রাম হেরোইনসহ আটক হন আবুল হায়াৎ। 

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে। এ সব ঘটনায় শিবগঞ্জ থানায় ৩টি পৃথক মামলা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৯'বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে;কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, বুধবার বিকেল ৫টার দিকে  শিবগঞ্জের আজমতপুর সীমান্তে বাংলাদেশের ২০ গজ ভেতরে  হুদমাপাড়া নামক স্থানে বিজিবি টহল দলের অভিযানে মালিকবিহীন ৩ শত পিস ইয়াবা ও ১ শত গ্রাম হেরোইন জব্দ হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত