জাতীয় স্মৃতিসৌধে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

প্রকাশ : ২৬ মার্চ ২০২১, ১৩:৩১

সাহস ডেস্ক

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করেন তিনি। এরপরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে সই করেন।

শুক্রবার (২৬ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে তিনি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বেলা ১১টা ৪০ মিনিটে হেলিকপ্টারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান মোদি। স্মৃতিসৌধের কর্মসূচি শেষে আবার হেলিকপ্টারে ঢাকায় রওনা দেন তিনি।

এদিকে নরেন্দ্র মোদির শ্রদ্ধা নিবেদনের কেন্দ্র করে সকাল ৮টা থেকে স্মৃতিসৌধের ভেতর থেকে সর্বসাধারণকে সরিয়ে দেওয়া হয়। প্রায় ৪ ঘণ্টা জনসাধারণ প্রবেশ বন্ধ রাখা হয়। এছাড়াও শুক্রবার ভোর রাত থেকেই থেকেই স্মৃতিসৌধ এলাকাসহ ঢাকা-আরিচা মহাসড়ক নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত