রামগতির উপকূলীয় চরাঞ্চলে ২০০ সুফলভোগীর মাঝে ভেড়া বিতরণ

প্রকাশ : ১০ মার্চ ২০২১, ১৯:৪৬

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০০ জন সুফলভোগীর মাঝে ৩টি করে মোট ৬০০টি ভেড়া বিতরণ করা হয়।

মঙ্গলবার (৯ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে চর পোড়াগাছা ও চর আলগী ইউনিয়নের ২০০ জন সুফলভোগীর মাঝে ওই ভেড়াগুলো বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আবদুল মোমিন, সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রিয়াদ হোসেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: নজরুল ইসলাম বলেন, ইতোমধ্যে ২০১৯-২০২০ অর্থ বছরে ৮৭৫জন সুফলভোগীকে হাঁস ৩৯০জনকে মুরগী ও ২০০জনকে ভেড়া, খাদ্য প্রয়োজনীয় ঔষধ ও টিকা প্রদান করা হয়েছে। ২০২০-২০২১ অর্থবছরেও ১৭৫জন সুফলভোগীকে মুরগী ও ৩০০জনকে ভেড়া প্রদান করা হয়েছে। উক্ত প্রকল্পটি সর্বস্তরের মানুষের নিকট অত্যন্ত সমাদ্রিত হয়েছে।

উল্লেখ্য, রামগতি উপজেলার ৭টি ইউনিয়নে উক্ত প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি ইউনিয়নে ৫০০জন করে মোট ৩৫০০জন সুফলভোগী প্রকল্পের আওতায় সুবিধা পাবে। এরমধ্যে ১৭৫০জন নারী সুফলভোগীর প্রত্যেককে ২০টি করে হাঁস ১টি শেড, ১৫৬ কেজি করে হাঁসের খাদ্য প্রয়োজনীয় ঔষধ ও টিকা প্রদান করা হবে। ১০৫০ জন নারী সুফলভোগীকে ২০ টি করে মুরগী ১ টি শেড ১৪৩কেজি করে খাদ্য প্রয়োজনীয় ঔষধ টিকা প্রদান করা হবে । ৩৫০ জন নারী ও ৩৫০ জন পুরুষ সুফলভোগীকে ০৩ টি করে ভেড়া ০১ টি শেড ৫৭.৬ কেজি খাদ্য প্রয়োজনীয় ঔষধ টিকা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত