চাঁপাইনবাবগঞ্জে ৬শ' বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২০, ১৮:৩৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় র‌্যাবের দুটি পৃথক অভিযানে ৫৯৯ বোতল ফেনসিডিলসহ দু'জন গ্রেপ্তার হয়েছেন। গত শনিবার (১৫ নভেম্বর) রাতে অভিযানগুলো চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটী এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন(২৫) ও  নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুবপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মৃত মইনুদ্দীনের ছেলে জালাল উদ্দীন(২৬)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানগুলো  নিশ্চিত করা  হয়েছে। এতে বলা হয়, গত শনিবার রাত সাড়ে ১০টার  দিকে শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটী গ্রামের একটি আমবাগান থেকে ৫১২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন ইসমাইল। এর আগে রাত সোয়া ৭টার দিকে  উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের চৌমুহণী মোড় থেকে ৮৭ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন জালাল।

র‌্যাব জানায়, মাদক বিক্রির জন্য অবস্থানের গোপন খবরের ভিত্তিতে ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্জাসাবাদে মাদক ব্যবসায় নিজেদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। এ সব ঘটনায় সংশ্লিস্ট থানায় পৃথক মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত