প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইমরান খানের ফোন

প্রকাশ : ২২ জুলাই ২০২০, ১৯:৪১

সাহস ডেস্ক

বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফোন করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) বেলা ১টায় দুই দেশের প্রধানমন্ত্রী ফোনালাপ করেন। এবং দুজনে প্রায় ১৫ মিনিট আলাপ করেন। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী আজ দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশের করোনা পরিস্থিতি এবং তার সরকার কিভাবে এই প্রাণঘাতী রোগটি মোকাবিলা করছে সে বিষয়ে জানতে চান।

প্রেস সচিব বলেন, দুই নেতার মধ্যে ১৫ মিনিটের ফোনালাপে বাংলাদেশের প্রধানমন্ত্রী করোনা রোগীদের চিকিৎসায় তার সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং রোগটির চিকিৎসার ব্যাপারে বিস্তারিত বর্ণনা করেন।

এছাড়া বন্যা পরিস্থিতি নিয়েও দুই দেশের প্রধানমন্ত্রীরা আলাপ করেন। ইমরান খান নিজে থেকেই বন্যা ও এর মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও উদ্যোগ প্রসঙ্গে জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত