রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আমরা এক পায়ে দাঁড়িয়ে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৩৩

সাহস ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আমরা এক পায়ে দাঁড়িয়ে। আমাদের দিক থেকে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। তারপরও অপপ্রচার চালাচ্ছে মিয়ানমার।’

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সিএসিসিআই সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে যে, আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য নাকি প্রস্তুত নই। এটা তাদের অপপ্রচার।’

ভারতের এনআরসি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে তাদের সঙ্গে আলাপ হয়েছে। তারা আমাদের এনআরসি নিয়ে আশ্বাস দিয়েছে, বলেছে এটা তাদের বিষয়।’

বাংলাদেশে ভারতের নাগরিকদের পুশ ইন করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এমন খবর আমাদের জানা নেই। সরকারিভাবেও কেউ এটা আমাদের জানায়নি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত