ওসি মোয়াজ্জেম হোসেনের ফের জামিন আবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০১৯, ১৭:৩৩

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্যের ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে জামিন চেয়ে ফের আবেদন করেছেন ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। 

বুধবার (২১ আগস্ট) শুনানি হয়নি। মোয়াজ্জেম হোসেনের আইনজীবীর আবেদনে আদালত ‘নট টু ডে’ বলে আদেশ দেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে গত ১৬ জুন হাইকোর্টে হাজির হন মোয়াজ্জেম হোসেন। এরপর তার আগাম জামিনের আবেদন করা হয়। এই আবেদনের ওপর বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির অনুমতি চেয়ে আবেদন জানানো হয়। এরপরই হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

১৭ জুন তাকে সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তার জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠিয়ে দেন। সেই থেকে তিনি কারাবন্দি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত