চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ০৮ আগস্ট ২০১৯, ১৪:১১

চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেনীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ আগষ্ট) সকালে বিদ্যালয়ের সামনে সড়কে শিক্ষক-শিক্ষার্থীকে ও অভিভাবকদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় ব্যবস্থাপনা কমিটি, চাঁপাইনবাবগঞ্জের নারী সংগঠন জাগো নারী বহ্নিশিখার সদস্যরা।

মানববন্ধন থেকে বক্তব্য দেন, বিদ্যালয় প্রধান শিক্ষক ফারুকা বেগম, সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন, জাগো নারী বহ্নিশিখা'র সদস্য সচিব মনোয়ারা খাতুন প্রমূখ।

বক্তারা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এমন ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এমন ঘটনায় অভিযুক্তরা জামিনে বেরিয়ে এসেও নির্যাতিতার পরিবারকে চাপের মুখে ফেলে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই স্কুলের ছয় বছর বয়সী এক শিশু ছাত্রী ষাট বছর বয়সী এক ব্যক্তির নিকট যৌন নিপীড়নের শিকার হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত