রিফাতের হত্যাকারীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে: হাইকোর্ট

প্রকাশ : ২৭ জুন ২০১৯, ১৭:১৯

সাহস ডেস্ক

বরগুনায় রিফাত হত্যা মামলার আসামিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সীমান্তে সতর্কতা জারি করতে বলেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে এই আদেশ দেন হাইকোর্ট।

এ সময় মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে আদালত বলেছে, এমন ঘটনায় পুলিশের আরও তৎপর হওয়া উচিৎ ছিল। 

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ওই ঘটনা নিয়ে প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদন বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের বেঞ্চের নজরে আনেন। তখন ঘটনার পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুপুর ২টার মধ্যে জানাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বলেছেন হাইকোর্ট।

দুপুরে আবার আদালত বসলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, "আমি এরই মধ্যে বরগুনার ডিসি, এসপি ও সংশ্লিষ্ট থানার ওসির সাথে যোগাযোগ করেছি। তারা বলেছেন এ ঘটনায় আজকে একটি হত্যা মামলা হয়েছে।"

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ তথ্য জানানোর পর বিচারক বলেন, "যেহেতু গতকাল ঘটনাটি প্রকাশ্য দিবালোকে ঘটেছে তাই এর অ্যাকশন দ্রুত হওয়া উচিৎ ছিল। পুলিশের ভূমিকা জোড়ালো মনে হচ্ছে না।"

বিচারক এরপর ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বলেন, বরগুনা যেহেতু সুন্দরবন ও সীমান্তের কাছে, সেহেতু আইজিপিকে জানাতে হবে যাতে আসামিরা কোনোভাবে সীমান্ত পার না হতে পারে। তখন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ বিষয়ে আদেশ চান। এর জবাবে বিচারক বলে, "আমরা আদেশ দিচ্ছি না। কিন্তু কোনো অনিয়ম বা অবহেলা আছে কিনা আমরা নজরে রাখব এবং এ বিষয়টি আগামী বৃহস্পতিবার আবার আসবে, আমরা অগ্রগতি জানব।"

বুধবার (২৬ জুন) রিফাতের বাবা দুলাল শরীফ নিজে বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও আরোও ৫ অজ্ঞাতনামার নামে মামলা দায়ের করেন। চন্দনকে গ্রেপ্তার করতে পারলেও অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বরগুনার কলেজ সড়কের ক্যালিক্স কিন্ডার গার্টেনের সামনে দিনদুপুরে স্ত্রীর আয়েশা আক্তারের সামনে রিফাত শরীফকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। এই হামলার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


সাহস২৪.কম/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত