আটকে গেল সাবেক এমপি রানার জামিন

প্রকাশ : ২০ জুন ২০১৯, ১৯:৪৫

সাহস ডেস্ক

দুই যুবলীগ নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ১ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর ওই দিন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুন) রাষ্ট্রপক্ষের এক আবেদনে চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান হাইকোর্টের দেওয়া জামিন আদেশ ১ জুলাই পর্যন্ত স্থগিত করে দেন।

ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন।

এর ফলে সাবেক এমপি রানাকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তারা।

এর আগে বুধবার দুই যুবলীগ নেতা হত্যা মামলায় রানাকে স্থায়ী জামিন দেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পরে এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ৬ মার্চ দুই যুবলীগ নেতা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে ছয় মাসের জামিন দিয়ে রুল ঘোষণা করেন আদালত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত