জল্পনা কাটিয়ে সিরাজগঞ্জ যুবলীগের সম্মেলন

প্রকাশ : ১৫ জুন ২০১৯, ১৩:২৯

সাহস ডেস্ক

প্রায় দেড়যুগ পর দীর্ঘ জল্পনার অবসান ঘটিয় আজ বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সিরাজগঞ্জ জেলা শাখার সম্মেলন। তিন তিনবার তারিখ পরিবর্তিত হয়ে কাঙ্খিত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২০০৬ সালের সেপ্টেম্বর মাসে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের পর ১০ বছর কেটে যায়। এরপর ২০১৬ সালে ২৩ জুলাই সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে সম্মেলনের তোড়জোড় শুরু হয়। এরপর আরো ৩ বছরে তিন তিনবার সম্মেলনের সকল প্রস্তুতি নেওয়া হলেও নির্ধারিত তারিখের ঠিক আগ মুহূর্তে সম্মেলন স্থগিত হয়ে যায়।

তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চতুর্থ দফায় আজ শনিবার (১৫ জুন) এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সকাল ১১টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

এছাড়াও উপস্থিত থাকবেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি, তানভীর ইমাম এমপি ও আব্দুল মমিন মণ্ডল এমপি। 

এদিকে দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হতে যাওয়া জেলা যুবলীগের সম্মেলন ঘিরে যুবলীগের ১২টি ইউনিটের সকল নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে প্রাণচাঞ্চল্য। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো ছেয়ে গেছে পোস্টার, ডিজিটাল ব্যানারে। সড়ক-মহাসড়কে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ।

জেলা যুবলীগের নেতাকর্মীরা জানান, গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে দীর্ঘ দেরযুগ। ২০১৬, ২০১৮ ও ২০১৯ সালে তিন দফায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু নির্ধারিত তারিখের আগ মুহূর্তেই ওই সম্মেলন স্থগিত করা হয়। এতে সম্ভাব্য পদপ্রত্যাশী প্রার্থীসহ দলীয় নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েন। 

এদিকে সংগঠনের প্রধান দুটি পদ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে একাধিক প্রার্থী জোর প্রচারণা চালিয়ে গেলেও আলোচনায় রয়েছে দুটি প্যানেলের চার প্রার্থী। এরা হলেন- সভাপতি পদে সরকারি কলেজের সাবেক ভিপি রাশেদ ইউসুফ জুয়েল ও পৌর যুবলীগের আহ্বায়ক এমদাদুল হক এমদাদ এবং সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক। সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই এসব প্রার্থীগণ ১২টি ইউনিটের নেতাকর্মীদের সমর্থন পেতে জোর প্রচার-প্রচারণা চালিয়েছেন।

জেলা যুবলীগের সভাপতি মঈনুদ্দিন খান চীনু বলেন, এর আগে তিন দফায় তারিখ পরিবর্তিত হলেও এবার নির্ধারিত তারিখেই সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতাদের কাছে ১২টি ইউনিটের ৩৭১ জনের ভোটার তালিকা হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে সম্মেলনের সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। আশা করছি আজ সফল ও সুষ্ঠু ভাবে সম্মেলন অনুষ্ঠিত হবে। 

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম জানান, সম্মেলনকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত