রানা প্লাজা স্বেচ্ছাসেবকের ‘আত্মহত্যা’

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৯, ১২:৩৯

সাহস ডেস্ক

রানা প্লাজা ধ্বংসযজ্ঞের ছয় বছর পূর্তিতে সাভারে নিজের গায়ে আগুন দিয়ে এক রানা প্লাজা স্বেচ্ছাসেবক ‘আত্মহত্যা’ করেছেন। নিহত নওশাদ হাসান হিমুর (২৭) বাবার নাম আবুল হোসেন। তিনি বরিশালে অধিবাসী।

বুধবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে হিমু নিজের গায়ে আগুন দেন।

শরীরে আগুন দেওয়ার পর হিমুকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক আসগর আলী বলেন, এটি আত্মহত্যার ঘটনা। তবে তার মৃত্যুর পেছনে কারণগুলো এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত হিমুকে ‘নিভৃতচারী’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

এদিকে, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি সৈকত মল্লিক জানান, হিমু আমাদের সংগঠনের কর্মী ছিলেন। রানা প্লাজা ভেঙ্গে পড়ার পর আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলাম। সেই ঘটনায় হিমু খুবই বিমর্ষ হয়ে পড়েছিলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত