দুবাই ফেরত ফ্লাইটে ২২ কেজি স্বর্ণ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৯, ১২:৫৪

সাহস ডেস্ক

চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত ফ্লাইটের টয়লেটে তল্লাশি চালিয়ে ২২ কেজি ৪০০ গ্রাম স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

সোমবার (৮ এপ্রিল) সকালে বিজি-১২৮ ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছায়। পরে শুল্ক গোয়েন্দা সদস্যরা সোনার বারগুলো উদ্ধার করেন।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পিযুষ কান্তি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার প্রতিটি সোনার বারের ওজন ১১০ গ্রাম।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক সারওয়ার-ই-জাহান জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা ভোর ৬টা ০৭ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করা আবুধাবি থেকে আসা বিমানের বিজি-১২৮ নম্বর ফ্লাইটে তল্লাশি চালায়। এ সময় তারা বিমানের পরিত্যক্ত টয়লেটে ২২ কেজি ৪০০ গ্রাম স্বর্ণবার উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত