চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক বর্ণবৈষম্যের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশ : ২১ মার্চ ২০১৯, ১৩:০৮

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের জেলা শাখা এসব কর্মসূচীর আয়োজন করে।

সংগঠনের সভাপতি বর্মা ঠাকুরের সভাপতিত্বে ও সেক্রেটারি দেবসাগর ঠাকুরের সঞ্চালনায় কর্মসূচী চলাকালে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শ্যাম কিশোর দাস মহারাজ, পশুপতি দাস, শরিফুল হক গেদু, সাজেমান আলী, জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটি সদস্য মনিরুজ্জামান, পৌর আওয়ামী লীগ সেক্রেটারি আ্যাড. মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি আ্যাড. নজরুল ইসলাম, নাহিদ ইসলাম রাজন প্রমুখ।

বক্তরা জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নসহ ৮ দফা দাবী জানান। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আ্যাড. সৈয়দ শাহজামলের সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু ও সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইসচার্চ হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত