চুয়েটে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০১৯, ১২:২৭

সাহস ডেস্ক

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পরিবার।

০৭ মার্চ (বৃহস্পতিবার) ২০১৯ সকালে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কৌশিক দেব, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

এর পরপরই চুয়েট বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আহবায়ক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহম্মদের নেতৃত্বে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে দিবসের প্রথম প্রহর থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শহীদ প্রাঙ্গণে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত