প্রক্টর উদ্ধার করলেন রাবি ছাত্রীর সোনার চেইন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৯

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর হারানো সোনার চেইন উদ্ধার হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের হস্তক্ষেপে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় প্রক্টর দফতরে ওই শিক্ষার্থীকে ডেকে তার চেইন ফেরত দেওয়া হয়। শিক্ষার্থীর নাম তামান্না আফ্রিন মিতু। তিনি ফোকলোর বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা গেছে, মিতু রিকশাযোগে হলে যাওয়ার সময় সোনার চেইন হারিয়ে ফেলেন। সেখানে থাকা দুই রিক্সাচালককে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসা করেন। কিন্তু তারা কেউ চেইন পাওয়ার বিষয়ে স্বীকার করেননি।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের কাছে অভিযোগ করেন মিতু। পরে রিকশাচালকদের প্রক্টর অফিসে ডেকে আনা হয়। এসময় প্রক্টর ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মাহবুবের উপস্থিতিতে ওই রিক্সাচালকদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের একজন চেইন পাওয়ার বিষয়টি স্বীকার করেন।

এ বিষয়ে ওসি মাহবুব বলেন, প্রক্টরের কাছে চেইন হারানোর বিষয়ে অভিযোগ করা হলে প্রক্টর আমাকে জানান। পরে রিকশা চালকদের প্রক্টর দফতরে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের একজন চেইন পাওয়ার বিষয়টি স্বীকার করে।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, চেইন হারিয়ে যাওয়ার বিষয়ে আমাকে অভিযোগ করা হলে আমি পুলিশকে জানাই। চেইন উদ্ধার করে ওই শিক্ষার্থীকে ফিরিয়ে দেওয়া হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত