বাড়িওয়ালাদের সম্পদের হিসাব চাইবে এনবিআর

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৯, ১৭:৪৩

সাহস ডেস্ক

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, কর ফাঁকি রোধে মাঠ নামছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে সিটি করপোরেশনের সহায়তায় শহরকেন্দ্রিক বাড়িওয়ালাদের সম্পদের হিসাব খতিয়ে দেখবে এনবিআর।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সংস্থাটির কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বিদায়ী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব ফাঁকি বন্ধে এবার মাঠে নামছে এনবিআর। এ জন্য আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে জনবল নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে।

নতুন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, বাংলাদেশের সামগ্রিক স্থিতিশীল উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে শিক্ষা খাত ও রাজস্ব খাতসহ বেশ কিছু খাতে সংস্কার করা হবে।

এ সময় রাজস্ব খাত, ব্যাংক-বীমা, আর্থিক প্রতিষ্ঠানে গেলো ১০ বছরে সাবেক অর্থমন্ত্রীর নেওয়া উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন বক্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত