জয়পুরহাটে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ডাকাত দলের সর্দার

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৯, ১৩:৫০

সাহস ডেস্ক

জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ ছানা মিয়া (৩৭) নামে এক ডাকাত দলের সর্দার গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ আহতাবস্থায় তাকে আটক করে জয়পুরহাটে নিয়ে আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ ছানা মিয়া ডাকাত দলের সর্দার পুলিশের দাবি।

২১ জানুয়ারি (সোমবার) ভোরে পাঁচবিবির চাঁনপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

ছানা মিয়া জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ঝিনাইল গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।

পাঁচবিবি থানার ওসি বজলার রহমান জানান, ‘ভোরে একদল ডাকাত চাঁনপাড়া সড়কে বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযানে যায় টহল পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় ডাকাত সর্দার ছানা মিয়া গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে অন্ধকারে পালিয়ে যায়।’

তিনি আরো জানান, ‘গুলিবিদ্ধ ডাকাত সর্দার ছানা মিয়াকে আটক করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে একটি রিভলভারসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।’

কথিত ডাকাত সর্দার ছানা মিয়ার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত