সাতক্ষীরায় পুরাতন রেজিস্ট্রি অফিস ভবন খুঁড়ে লোহার সিন্দুক উদ্ধার

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৯, ১১:৫৪

সাতক্ষীরা প্রতিনিধি

তালা উপজেলার ইসলাম কাটি ইউনিয়নের পুরাতন রেজিস্ট্রি অফিসের ভবন খনন করার সময় লোহার তৈরি এক সিন্দুক উদ্ধার হয়েছে।

সোমাবার দুপুরে উদ্ধার সিন্দুকটি দেখতে শত শত মানুষ ভিড় জামায়। সংবাদ পেয়ে ঘটলাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান, তালা সহকারী ভূমি কমিশনার অনিমেষ বিশ্বাস ও তালা থানার অফিসার ইনচার্জ সেখানে পরিদর্শন করেন।

উৎসুক জনতার অনেকেই সিন্দুকের ভিতের কী আছে তা জানার জন্য কৌতূহলী হয়ে ওঠেন। এ সময় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান তাৎক্ষণিক প্রশাসন ও জনগনের সহযোগিতায় সিলগালা করে সিন্দুকটি জেলা প্রশাসকের কাছে পাঠানোর নির্দেশ দেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, সিন্দুকটি সিলগালা করে জেলা সংরক্ষণাগারে পাঠাতে বলেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসার পর সিন্দুকটি খোলা হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত