মনোনয়নপত্র কিনে জমাও দিয়েছেন শমী কায়সার

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৮, ১৮:০৭

সাহস ডেস্ক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। 

গতকাল ১১ নভেম্বর (রবিবার) মনোনয়নপত্র কিনে তা জমাও দেন এই অভিনেত্রী।

আজ ১২ নভেম্বর (সোমবার) সকালে এ বিষয়ে কথা বলতে শমী কায়সারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে মনোনয়নপত্র সংগ্রহের জন্য শমী কায়সারের সঙ্গে যাওয়া তার ঘনিষ্ঠ বন্ধু নাট্য পরিচালক চয়নিকা চৌধুরীর সাথে কথা হয়েছে।

চয়নিকা চৌধুরী বলেন ‘ফেনী-৩ আসনের জন্য নমিনেশন পেপার কিনে জমা দিয়েছে শমী কায়সার। গতকাল কিনে গতকালই জমা দিয়েছে। শমী আমার কাছের বন্ধু। তাই স্বাভাবিকভাবেই শমী আমাকে বলল, ‘আমি নমিনেশন পেপার জমা দিতে যাব, ওখানে অনেক লোকের ভিড়, তুই কি আমার সঙ্গে যাবি?’ আমি বললাম, ‘যাব না কেন?’ নাটকের শুটিংয়ের সময় ওকে ডাকতে পারি আর ওর একটা কাজ পড়েছে সেখানে যাব না এটা তো হয় না।’

তিনি আরো বলেন, ‘শমী অনেক মেধাবী আর বুদ্ধিমতী একটি মেয়ে। ও কখনো নিজের স্বার্থ দেখেনি। ৭১-এর প্রজন্মতে ওকে রাস্তায় নামতে দেখেছি। কিন্তু নিজের সুবিধার জন্য দল বদল করতে দেখিনি। এই এক বছরে কত কী দেখলাম! আজ এই দল, কাল আরেক দল। এসব দেখে মনে মনে হাসি, অবাক হই। তবে শমীর মতো স্বার্থহীন মানুষ, দেশপ্রেম যার রক্তে, তাকে আমাদের দেশের কাজে প্রয়োজন। শমীর জন্য শুভ কামনা থাকল।’

অভিনয় থেকে অনেকটা দূরেই রয়েছেন শমী কায়সার। তবে কিছু সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে অংশ নিয়েও বিজয়ী হন শমী কায়সার।

১৯৮৯ সালে পরিচালক আতিকুল হক চৌধুরীর একটি নাটকের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন শমী কায়সার। এরপর নিয়মিত অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি। এছাড়াও ঢাকা থিয়েটারে ১২ বছর কাজ করেছেন শমী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত