গণভবনে আজ সংলাপ

প্রকাশ : ০১ নভেম্বর ২০১৮, ১১:০৮

সাহস ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত সংলাপ। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের এই সংলাপে দৃষ্টি পুরো জাতির। সাত দফা দাবি নিয়ে সংলাপের টেবিলে বসছে ঐক্যফ্রন্ট।

এই সংলাপে আওয়ামী লীগসহ ১৪ দলের মোট ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা।

আর বিএনপি, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, নাগরিক ঐক্য ও জাতীয় ঐক্য প্রক্রিয়াকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

বিএনপির পক্ষ থেকে ফ্রন্টের প্রতিনিধি দলে থাকছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ নেতা।

এছাড়া গণভবনে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় সংলাপে যাবে বিকল্পধারা প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট নেতারা।

সোমবার সংলাপে বসবে এইচএম এরশাদের জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বধীন সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ।

এছাড়া নির্বাচন নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে গতকাল প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জেপি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত