সংস্কারের অভাবে ১০ গ্রামের ভোগান্তি

প্রকাশ : ১৬ জুলাই ২০১৮, ১৭:০০

নুর উদ্দিন

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের মানুষের জেলা শহরে যোগাযোগের অন্যতম মাধ্যম বুড়িস্থল-ইছাগড়ি-শান্তিগঞ্জ সড়ক।

গত ১০ বছরেও সড়কের সংস্কার কাজ হয়নি। ফলে ১০ গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছেন চরমভাবে।

সরেজমিনের দেখা যায়, বুড়িস্থল পয়েন্ট থেকে জগজীবনপুর সেতু পর্যন্ত অনেক স্থানে সড়কে ভাঙা রয়েছে। কোনো স্থানে ঢালাই ভেঙে রড বেরিয়ে পড়েছে। আবার জগজীবনপুর সেতু থেকে ইছাগড়ি গ্রামের সেতু পর্যন্ত সড়কের পুরাতন ঢালাই উঠে গেছে। শতাধিক স্থানে রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল
করছে সিএনজি ও অটোরিক্সা।

এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, মোল্লাপাড়া ইউনিয়নের
বুড়িস্থল-ইছাগড়ি-শান্তিগঞ্জ সড়কের সংস্কার কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দপ্তরে ইস্টিমেট পাঠিয়েছেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত