রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

প্রকাশ : ৩০ জুন ২০১৮, ১৭:৪৯

সাহস ডেস্ক

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

গোয়েন্দাসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৯ জুন) রাত ১টার দিকে অভিযান চালিয়ে শেরেবাংলা নগরের শিশু মেলা পার্কের পশ্চিম গেট থেকে তাদের আটক করা হয়।

আজ শনিবার (৩০ জুন) র‌্যাব-২ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলো- ভোলা সদরের চর ভেদুরিয়ার আব্দুল আজিজ ব্যাপারীর ছেলে মো. লিটন, বোরহান উদ্দিন থানার সুরাগঞ্জের মো. মিন্টুর ছেলে মো. সুজন, দৌলতপুর থানার মধ্যমজল নগরের সিড়ু হাওলাদারের ছেলে মো. লিটন, চাঁদপুর সদরের মুন্সিকান্দীর মোছলেম সরকারের ছেলে সুমন সরদার, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের মো. জাবেদের ছেলে মো. নেহার ও গাজীপুরের শ্রীপুর থানার বরমীর মোহাম্মদ আলীর ছেলে মো. ফারুক।

তাদের আটকের সময় দুটি চাপাতি, দুটি ছুরি, তিনটি মোবাইল ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটক ছয়জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দিনের বেলা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে। আর রাতে বাসা বা ফ্ল্যাটে ডাকাতি করে।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত