মোহাম্মদপুরে ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

প্রকাশ : ১২ মে ২০১৮, ১৫:৩৯

সাহস ডেস্ক

আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে জনতা হাউজিংয়ের পাশে ডাস্টবিন থেকে ময়লা নিতে গিয়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা সাড়ে ৩ কেজি ওজনের এক নবজাতককে (মেয়ে) উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা শিশুটিকে রাস্তায় ফেলে গিয়েছে তা জানা যায়নি।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, শনিবার (১২ মে) ভোর সাড়ে ৫টার দিকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা ময়লা পরিষ্কার করতে গিয়ে নবজাতকটিকে দেখতে পায়। পুলিশে খবর দিলে তারা গিয়ে শিশুটিকে উদ্ধার করে। 

শিশুটির চিকিৎসার জন্য প্রথমে মোহাম্মদপুরে আরমান হেলথ কেয়ারে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ৩ মার্চ রাজধানীর উত্তরা ৪ নম্বর সেকশনের ২০/ডি রোডের ১৭ নম্বর বাড়ির সামনে ড্রেনের পাশ থেকে দুই মাসের একটি মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত