ওমেন পুলিশ অ্যাওয়ার্ড পেলেন চাঁপাইনবাবগঞ্জ এসআই ইসমাতারা

প্রকাশ : ৩১ মার্চ ২০১৮, ১৭:০৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) এবং ‘নারী ও শিশু সহায়তা ডেক্স’ ইনচার্য মোছা. ইসমাতারা খাতুন ‘কমিউনিটি সার্ভিস’ ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ ‘বাংলাদেশ ওমেন পুলিশ অ্যাওয়ার্ড-২০১৮’ লাভ করেছেন।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে চাকা রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইসমাতারার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী।

পুলিশের আইজি ড. জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ডা. দীপু মনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন।

পুলিশ সুপার জানান, ‘নারী ও শিশু সহায়তা ডেক্স’ এর মাধ্যমে জেলার নির্যাতিত নারী ও শিশুদের সেবা প্রদানের মাধ্যমে ইসমাতারা এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হন। অ্যাওয়ার্ড লাভে এসআই ইসমতারা জেলাবাসী ও পুলিশ সুপার সহ জেলার সকল পুলিশ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত