খালেদার সাজা বাড়াতে দুদকের আবেদনের শুনা‌নি বুধবার

প্রকাশ : ২৭ মার্চ ২০১৮, ১৪:২২

সাহস ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার খালেদা জিয়ার সাজা ৫ বছর থেকে আরও বাড়ানোর জন্য করা আবেদন শুনানি বুধবার করতে আদালতে আবেদন করেছে  দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

মঙ্গলবার বিচারপ‌তি এম ইনা‌য়েতুর র‌হিম এবং বিচারপ‌তি স‌হিদুল ক‌রি‌মের হাইকোর্ট বেঞ্চ এই তারিখ ধার্য করেন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আবেদনটির শুনা‌নির জন্য উপস্থাপন কর‌লে আদালত এই আদেশ দেন।

গত রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেছিল দুদক।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সহযোগী আসামিদের ১০ বছরের সাজা অথচ মূল আসামি খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজার বিষয়ে প্রশ্ন তোলেন দুদক আইনজীবীরা। সেই সঙ্গে গত রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দুদকের পক্ষে খালেদা জিয়ার সাজা বাড়নোর আপিল আবেদন করেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, আমরা আপিল আবেদন আজ মেনশন করে দাখিল করেছি। আশা করছি আগামীকাল আপিল আবেদনটি শুনানির জন্য তালিকায় আসবে এবং আপিল অ্যাডমিশনের বিষয়ে শুনানি হবে।

ওই সময় তিনি বলেন, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের জন্য হলফনামা (এফিডেভিট) দাখিল করেছি। মঙ্গলবার এটি হাইকোর্টে উপস্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত