দুর্নীতি মামলায় এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৮, ১৮:১৬

সাহস ডেস্ক

দুর্নীতির মাধ্যমে বিদেশে ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে বেসরকারিখাতের এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার জানান, বিদেশে ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এম ওয়াহিদুল হক ছাড়াও ওই ব্যাংকের হেড অব ট্রেজারি আবু হেনা মোস্তফা কামাল এবং ব্যবসায়ী মো. সাইফুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে একটি অফশোর প্রতিষ্ঠান তৈরি করে ১৬৫ কোটি পাচারের অভিযোগে এর আগে কয়েক দফায় দুদক তাদের জিজ্ঞাসাবাদ করে। সর্বশেষ জিজ্ঞাসাবাদ করেছিল ২৮ ডিসেম্বর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত