২ মিনিটে অজানা ৫

প্রকাশ : ০৩ আগস্ট ২০১৯, ১১:৪০

১। ১৯৯৮ সালে সমাজবাদী পার্টির এক সাংসদ সংসদে 'মহিলা সংরক্ষণ বিল'-এর বিরোধিতা করলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জামার কলার ধরে লোকসভার ওয়েলের বাইরে বের করে দেন।

২। গবেষণায় দেখা গেছে ডলফিন ও হাতিরাও তাদের নিজেদের আলাদাভাবে পরিচয় দিতে সাংকেতিক নাম ব্যবহার করে।

৩। ব্রাজিলে কার্নিভাল উদযাপনের সময় বিয়ার ও পর্যটকের সংখ্যা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ৮০% ও ৭০% বৃদ্ধি পায়।

৪। ভারত সরকার প্রথম দিকে মায়ানমারের গণতন্ত্রপন্থীদের সমর্থন করলেও পুবে তাকাও নীতি গ্রহণের পর সেদেশের সামরিক সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে।

৫। বর্তমানে বায়েজিদ বোস্তামীর মাজার প্রাঙ্গন ব্যতীত বিশ্বের আর কোথাও বিলুপ্তপ্রায় বোস্তামীর কাছিমের দেখা মিলে না।

সাহস২৪.কম/জুবায়ের/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত