২ মিনিটে অজানা ৫

প্রকাশ : ২৩ জুলাই ২০১৯, ১১:৪৭

১। প্রাচীন রোমান নারীদের মাঝেও বিকিনি পরিহিত অবস্থায় খেলাধূলা করার প্রমাণ পাওয়া যায়, যা ছিলো অনেকটা হ্যান্ডবলের সাথে সাদৃশ্যপূর্ণ।

২। চেন্নাইয়ের দৈনিক পত্রিকা দ্য হিন্দু ভারতে সর্বপ্রথম সংবাদপত্রের অনলাইন সংস্করণ চালু করে।

৩। ইউরোপের সর্ববৃহৎ পলিয়েস্টার উৎপাদন কারখানা 'আদভানসা' তুরস্কের দক্ষিণ-মধ্যাঞ্চলের শহর আদানায় অবস্থিত।

৪। হাওড়ার ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে মোট ১৪০০টি প্রজাতির প্রায় ১৭,০০০ গাছ রয়েছে।

৫। বিশিষ্ট ভারতীয় সরোদবাদক আমজাদ আলি খানের সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্‌স রাজ্য ১৯৮৪ সালের ২০ এপ্রিল তারিখটিকে 'আমজাদ আলি খান দিবস' হিসেবে ঘোষণা করেছিলেন।

সাহস২৪.কম/জুবায়ের/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত