ওয়ানডে সিরিজ নিয়ে আমাদের প্রত্যাশা অনেক : মাশরাফি

প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১৪:৪১

সাহস ডেস্ক

উইন্ডিজ সফরে গায়ানায় প্রোভিডেন্স স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে স্বাগতিকদের বিপক্ষে টাইগারদের তিন ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ খেলতে দলের সাথে যোগ দিয়েছেন দলনেতা মাশরাফি বিন মর্তুজা। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে লজ্জাজনক হারে ব্যাকফুটে আছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। হারের ঘোর থেকে এবার বেরুনোর পালা।

যে মাশরাফির হাত ধরে বদলে গিয়েছিল বাংলাদেশ ওয়ানডে দল। সেই মাশরাফি দলে যোগ দেওয়ায় টাইগার ভক্তরাই শুধু নন, সতীর্থরাও হয়তো বাড়তি অনুপ্রেরণা খুঁজছেন দলের অধিনায়কের মধ্যে। ম্যাচ শুরুর আগে ওয়ানডে দলপতির প্রত্যাশা প্রথম ম্যাচটা জিতে ঘুরে দাঁড়ানো।

মাশরাফি বলেন, ‘টেস্ট হারে মানসিক অবস্থা কিছুটা খারাপ হওয়াই স্বাভাবিক। এর থেকে আমাদের বের হতে হবে। আমরা যে এখানে ভালো খেলতে পারবো না তা না। আমাদের সামর্থ্য আছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও ভালো খেলার।’

অভিজ্ঞ এই ক্রিকেটারের মতে ওয়েস্ট ইন্ডিজের এমন পেস উইকেটে অনেক রান করতে হবে। রান করতে পারলেই ম্যাচ জেতা অসম্ভব কিছু না।

তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজ নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। আমাদের মূল লক্ষ্য টেস্টে হার থেকে বেরিয়ে আশা। দুই টেস্ট হারে আমাদের সমর্থকরাও ভালো কিছু আশা করতে পারছে না, তবে আমরা এসব নিয়ে ভাবছি না। ভাবনা শুধু ভালো ক্রিকেট খেলা।’

আজ রবিবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ থেকেই অধিনায়ক ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি খুঁজছেন। 

ডান-হাতি এই পেসার বলেন, ‘এখান থেকেই আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত হবো। বিশ্বকাপ শুরুর প্রায় এক বছর সময় আছে। আমাদের কোচিং স্টাফে ঢেলে সাজানো হয়েছে বিশ্বকাপের কথা মাথায় রেখে। আশা করি ভালো কিছুর।’

টেস্ট সিরিজে দলের অভিজ্ঞরা খারাপ খেলেছে। নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এ নিয়ে কম কথা উঠেনি।

মাশরাফি বলছেন, ‘তামিম, সাকিব, রিয়াদ, মুশফিকের মতো খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই। তারা আগেও প্রমাণ করেছে নিজেদের। আমি মনে করি ওয়ানডে সিরিজেও তার প্রমাণ পাবেন।’

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত