অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে হেরেছে ভারত

প্রকাশ : ১৫ জুলাই ২০১৮, ১৭:০৫

সাহস ডেস্ক

ইংল্যান্ড সফরে ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জেতার পরে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে গিয়ে হেরে গেছে ভারত। যার ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দু’দলকে। তবে শেষ ম্যাচে ফয়সালা হবে সিরিজ উঠবে কার ঘরে।

১৪ জুলাই (শনিবার) লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৮৬ রানে হেরে যায় ভারত।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। এরপর অনবদ্য খেলা শুরু করেন জেসন রয় ও জনি বেয়ারস্টো।

ভারতীয় পেসাররা এদিন ব্যর্থ হলেও প্রথম ধাক্কাটা দেন কুলদীপ যাদব। বেয়ারস্টোকে ৩৮ রানে ফেরান। তিন নম্বরে নামা জো রুট ৮ চার ১ ছয়ে ১১৩ রানের অনবদ্য শতরান করেন।

এদিন ইংল্যান্ড মিডল অর্ডার দারুণ না করলেও ইয়ন মর্গ্যান ৫৩ রান করেন। মাঝে বেন স্টোকস (৫), জস বাটলার (৪), মঈন আলীরা (১৩) রান না পেলেও শেষদিকে ডেভিড উইলি ৩১ বলে ৫০ রান করে যান। ফলে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান তোলে ইংলিশরা।

ভারতের হয়ে কুলদীপ যাদব ৬৮ রানে ৩ উইকেট নেন। যুজবেন্দ্র চাহাল ৪৩ রানে ১ উইকেট নেন। আর কোনও বোলার প্রভাব তেমন ফেলতে পারেনি। 

জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি সফরকারীরা। তবে ৪৯ রানের মাথায় রোহিত শর্মা অহেতুক ব্যাট চালাতে গিয়ে মার্ক উডের বলে বোল্ড হয়ে ফেরেন ১৫ রান করে। এরপরে শিখর ধাওয়ানও পয়েন্টে তুলে ড্রাইভ করতে গিয়ে ৩৬ রান করে ফিরে যান।

কোনো রান না করেই ফেরেন কেএল রাহুল। ফলে ১১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ভারত চাপে পড়ে যায়। অধিনায়ক বিরাট কোহলি ৪৫ ও সুরেশ রায়না করেন ৪৬ রান। দুজনে ৮০ রানের পার্টনারশিপ গড়েছিলেন।

তারপর মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়ারা থাকলেও এত রান তাড়া করা সহজ ছিল না। ধোনি একদিন ধরে রাখলেও পান্ডিয়া ফের অহেতুক শট খেলে ২১ রানে ফেরেন।

শেষ পর্যন্ত ভারত ৫০ ওভারে ২৩৬ রান করে অল আউট হয়ে যায়। ফলে ম্যাচ হারতে হয় ৮৬ রানের বড় ব্যবধানে।

আগামী ১৭ জুলাই (মঙ্গলবার) হেডিংলির লিডসে ওয়ান্ডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত