সাকিব জাদুতে ১২৯ রানে ধরা উইন্ডিজ

প্রকাশ : ১৫ জুলাই ২০১৮, ০১:৪১

সাহস ডেস্ক

বেলস তুলে যখন লাঞ্চের ঘোষণা দিলেন আম্পায়াররা, ধারাভাষ্য কক্ষে ইয়ান বিশপ বললেন, “ট্যাকটিক্যালি ও বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব।” বাংলাদেশ অধিনায়ক সেই পারফরম্যান্স ধরে রাখলেন লাঞ্চের পরও। বল হাতে গড়লেন রেকর্ড। লাঞ্চের পরপরই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

সাকিব আল হাসানের স্পিন জাদুতে বাংলাদেশ ১২৯ রানে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিলো। এতে জ্যামাইকা টেস্ট জেতার জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৩৫ রানের। জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১২৯ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ানদের সর্বনিম্ন স্কোর এটিই। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের লড়াইয়ে ফেরার নায়ক সাকিব। ৩৩ রানে নিয়েছেন ৬ উইকেট। দেশের বাইরে যা বাংলাদেশের সেরা বেলিংয়ের রেকর্ড।

আগের দিন ১ উইকেট নেওয়া সাকিব তৃতীয় দিন পেয়েছেন আরও ৪ উইকেট। ১৯ রানে ১ উইকেট হারিয়ে এদিন খেলা শুরু করে উইন্ডিজ। প্রথম সেশন তারা শেষ করে ৬ উইকেটে ১০৮ রানে। বাকি ৪ উইকেট স্বাগতিকরা হারায় দ্বিতীয় সেশনের শুরুতেই।

দিনের চতুর্থ ওভারের প্রথম বলে ডেভন স্মিথকে (১৬) নুরুল হাসানের স্টাম্পিং বানান সাকিব। ১৯তম ওভারে বাঁহাতি স্পিনার একইভাবে কিমো পলকে (১৩) সাজঘরে পাঠান। পরের ওভারে সাকিব তুলে নেন ক্যারিবিয়ানদের চতুর্থ উইকেট। কিয়েরন পাওয়েল ১৮ রানে এলবিডাব্লিউ হন।

পরের ওভারে তাইজুল ইসলাম এলবিডাব্লিউ করে ফেরান শাই হোপকে (৪)। ৬৪ রানে ৫ উইকেট হারানোর পর স্বাগতিকরা প্রতিরোধ গড়েছিল শিমরন হেটমায়ার ও রোস্টন চেজের জুটিতে। হেটমায়ারকে (১৮) ফিরিয়ে ৩৩ রানের এই জুটি ভাঙেন আবু জায়েদ রাহী।

শেন ডাউরিচের সঙ্গে ২৩ রানে অপরাজিত থেকে চেজ প্রথম সেশন শেষ করেন। লাঞ্চ বিরতির পর বেশিদূর এগোতে পারেননি তিনি। ৩২ রানে মেহেদী হাসান মিরাজের কাছে বোল্ড হন চেজ। অধিনায়ক জেসন হোল্ডার মাত্র ১ রান করে মিরাজের পরের ওভারে আউট হন। ৪৫তম ওভারের প্রথম বলে মিগুয়েল কামিন্সকে ফিরিয়ে ইনিংসে নিজের পঞ্চম উইকেট তুলে নেন সাকিব। ওই ওভারের শেষ বলে শ্যানন গ্যাব্রিয়েলকেও ফেরান বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। ১৭ ওভারে ৫ মেডেনসহ ৩৩ রান খরচায় সাকিব নেন ৬ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মিরাজ শেষ ইনিংসে পেয়েছেন ২টি।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৫৪

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৪৫ ওভারে ১২৯(আগের দিন ১৯/১) (ব্র্যাথওয়েট ৮, স্মিথ ১৬, পল ১৩, পাওয়েল ১৮, হোপ ৪, হেটমায়ার ১৮, চেইস ৩২, ডাওরিচ ১২*, হোল্ডার ১, কামিন্স ১, গ্যাব্রিয়েল ০; আবু জায়েদ ৮-১-২১-১, মিরাজ ১১-২-৪৫-২, কামরুল ২-০-৩-০, সাকিব ১৭-৫-৩৩-৬, তাইজুল ৭-০-২৪-১)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত