ব্রাজিল-রাশিয়া প্রীতি ম্যাচ খেলবে বিশ্বকাপের ফাইনাল ভেন্যুতে

প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ১৭:২৫

সাহস ডেস্ক

২০১৮ রাশিয়া বিশ্বকাপ সামনে রেখে বিশ্বকাপের ফাইনাল ভেন্যুতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল-রাশিয়া। এ নিয়ে স্বাগতিক রাশিয়া আছে খুবই উত্তেজনায়, আছে পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিলও।

আজ ২৩ মার্চ (শুক্রবার) বাংলাদেশ সময় রাত ১০টায় মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রস্তুতি প্রীতি ম্যাচে রাশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। 

এই ম্যাচ ছাড়াও বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে আরো বেশ কয়েকটি ম্যাচ খেলবে টিটের ব্রাজিল। ব্রাজিলিয়ান এ কোচ আশা প্রকাশ করেন, ‘এই ম্যাচগুলো বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বেশ সহায়ক হবে।’

ব্রাজিলের শিবিরে দুঃসংবাদ হচ্ছে, ব্রাজিল জাতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার এই প্রীতি ম্যাচে খেলতে পারবেন না। পায়ের চোটের কারণে আপাতত মাঠের বাইরে আছেন এই তারকা খেলোয়াড়। টিটে বলেন, ‘নেইমার অনন্য। তাঁর বদলি হিসেবে কিংবা কাউকে দিয়ে তাঁর জায়গা পূরণ করা সম্ভব নয়। তবে ব্রাজিল দলে অনেক খেলোয়াড়ই আছেন, যাঁরা নিজেরদের প্রমাণের সুযোগের অপেক্ষায় আছেন এবং আমিও তাঁদের সেরাটা তুলে ধরার সুযোগ দিতে চাই। নেইমার এই ম্যাচে না খেললেও চূড়ান্ত পর্বে দারুণভাবে ফিরে আসবেন বলেই আমার বিশ্বাস।’

প্রস্তুতি ম্যাচে টিটে বেশ কয়েকজন নতুন মুখ দলে ভিড়িয়েছেন। কোচ আশা করছেন, ‘এই সম্ভাবনাময় নতুনরা তাদের নিজেদের প্রমাণের সুযোগ হাতছাড়া করবে না।’

সম্প্রতি রাশিয়া কিছুটা ফর্ম হারিয়ে বাজে সময় কাটাচ্ছে। তাদের দলে অভিজ্ঞ মুখ থাকলেও পারফরম্যান্স পড়তির এই সময়টাতে নিজেদের ঝালাই নেওয়ার কাজটা হাতছাড়া করতে চায় না শিরোপার দাবিদার ব্রাজিল শিবির।’

সাহস২৪.কম/খান/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত