ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ১৪ শতাংশ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২০

সাহস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর কলা অনুষদের (খ ইউনিট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছে ৪ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী যা মোট পরীক্ষার্থীর ১৪ শতাংশ।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপস্থিত থেকে এই ফলাফল প্রকাশ করেন।

এ বছর ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৩৩ হাজার ৮৯৭ জন।

পাশকৃত শিক্ষার্থীদের ২৬ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে ১০ অক্টোবর বিকাল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে বলা হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে বলা হয়েছে।

ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবেরর মধ্যে কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

এছাড়াও শিক্ষার্থীদের বিষয় মনোনয়নের সাক্ষাৎকার ২১ অক্টোবর হতে শুরু হবে বলেও জানানো হয়।

পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে। তাছাড়া, যে কোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU GA roll no টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত