জাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৮, ১২:৫৭

সাহস ডেস্ক

শিক্ষক লাঞ্ছনার বিচার, অ্যাক্টবিরোধী স্ট্যাটিটিউট, সিন্ডিকেট পরিচালনা বিধিলঙ্ঘনের প্রতিবাদ ও প্রক্টরিয়াল বডির অপসারণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্যের কার্যালয় অবরোধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষকরা।

অবরোধের কারণে বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। এ সময় কর্মকর্তা–কর্মচারীরা নিজ নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। এ ছাড়া নিজ কার্যালয়ে আসেননি উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম।

আজ সোমবার (৩০ এপ্রিল) সকাল থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক কর্মসূচিতে অংশ নেন। তারা ক্লাস ও পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন।

এর আগে ১৭ এপ্রিল উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির গ্রুপের সঙ্গে ফারজানা ইসলামের অনুসারী শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটে।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত