রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস শুরু

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৯

সাহস ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস শুরু হয়েছে। এই অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।

২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে দুই দিনের এ প্রতিযোগিতা শুরু হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৗস, জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান।

প্রতিযোগিতা উদ্বোধন করে উপাচার্য তার বক্তৃতায় বলেন, ‘দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের বিষয়গত জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের মানসিক বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ প্রয়োজন। শরীরচর্চা ও খেলাধুলা তার মধ্যে অন্যতম। এসব প্রতিযোগিতা যুক্ত হলে অংশগ্রহণকারীরা নিজেকে প্রত্যয়ী করে গড়ে তোলার অনুশীলন করতে পারে।’

এই ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের খেলাধুলার নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পরামর্শ দেন তিনি। এই প্রতিযোগিতায় ৩৩টি ইভেন্টে ৯টি বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই’শ খেলোয়াড় অংশ নিচ্ছেন।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত