অনার্স চুড়ান্ত পরীক্ষার সূচি পরিবর্তনের দাবিতে নওগাঁয় মানববন্ধন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৫

নওগাঁ প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের সূচি পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা।

রবিবার দুপুরে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

এসময় নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানের নেতৃত্বে বক্তব্য রাখেন, পদার্থ বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব আলম, পদার্থ বিদ্যা বিভাগের শিক্ষার্থী অরুপ কুমার, প্রণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রাকেশ চন্দ্র, শাহরিয়ার হোসেন, রাজু আহম্মেদ, নাফসিন আরা সুলতানা চাঁপা, পলি রানী, সৌরভ হোসেন প্রমুখ।

শিক্ষার্থীদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী ২০ ফেব্রুয়ারি সম্মান চুড়ান্ত বর্ষের পরীক্ষার সূচি ঘোষণা করেছে। কিন্তু আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। সম্মান চতুর্থ বর্ষের অনেকেই আবার তৃতীয় বর্ষের মানোন্নয়নের জন্য আবেদন করেছেন। এতে করে তৃতীয় বর্ষের পরীক্ষার পরদিনেই চতুর্থ বর্ষের পরীক্ষা থাকায় ভাল ফলাফল করতে পারবে না বলে তারা মনে করছেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত