২২ বছর পেরোলেও সরকারি ভবন হয়নি কলারোয়া বেত্রবতী হাইস্কুল

প্রকাশ : ০২ জুলাই ২০১৭, ১৬:১৯

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা সদরের বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হলেও সরকারিভাবে কোন একাডেমিক ভবন নির্মাণ করা হয়নি।

প্রতিষ্ঠার ২২ বছর অতিবাহিত হলেও ভবন নির্মাণ না হওয়ায় শিক্ষার্থীরা জরাজীর্ণ টিনশেড এবং খোলা জায়গায় রোদ-বৃষ্টি এবং শীতের দিনে নাজুক পরিস্থিতিতে ভালো ফলাফল করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিজেদের জায়গা অটুট রেখেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল বলেন, প্রায় সাড়ে ৪’শ শিক্ষার্থীর পদচারণায় মুখরিত বিদ্যালয়টির অবকাঠামোগত সমস্যা থেকে মুক্ত হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত