মাহমুদুর রহমানের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত: ওবায়দুল কাদের

প্রকাশ : ২৩ জুলাই ২০১৮, ১৭:০৫

সাহস ডেস্ক

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর কুষ্টিয়ার আদালত প্রাঙ্গনে হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভিন্নমত যে কারো থাকতে পারে। এ ধরনের হামলাকে আমরা সমর্থন করি না। রাজনীতিতে ভিন্ন মতের জন্য আওয়ামী লীগ কারও ওপর শারীরিক হামলা অতীতেও করেনি, আগামীতেও করবে না।    

সোমবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ‘জ্যাম’ সিনেমার মহরত ও ব্যানার উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, এটা বিচ্ছিন্ন ঘটনা। কারও নির্দেশনায় এ হামলা হয়নি। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তারা ছাত্রলীগ নামধারী দুর্বৃত্ত। ছাত্রলীগের নাম ব্যবহার করে এ ধরনের অপকর্ম অনেকেই করে। যারা এ ধরনের ঘটনা ঘটায় তারা অনুপ্রবেশকারী।’ মাহমুদুর রহমানের ওপর হামলায় জড়িতদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, কুষ্টিয়ার ঘটনায় যারাই জড়িত তাদের খুঁজে বের করার জন্য পুলিশের আইজির সঙ্গে কথা বলেছি, ব্যবস্থা নিতে বলেছি।

রাজশাহীতে ককটেল হামলা করা নিয়ে বিএনপির দুই নেতার ফোনালাপ ফাঁসের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি অশুভ তৎপরতায় লিপ্ত।

বিএনপি অপরাধ করে স্বীকার করে না মন্তব্য করে কাদের বলেন, ‘সিলেটে নৌকার প্রতিপক্ষ ধানের শীষ। সিলেটে কামরানের নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় তাহলে কে আগুন দিলো।’ এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেন, তা শোনার অপেক্ষায় থাকবেন বলে সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত