সাতক্ষীরায় অফিস-দোকানে হিজড়াদের বেপরোয়া চাঁদাবাজি

প্রকাশ : ০৩ জুন ২০১৮, ১১:৩৫

সাতক্ষীরা প্রতিনিধি

‘টাকা দে, না হলে অপমান করবো কইলাম। আমরা তো বছরে একবারই আসি, টাকা দিবি না কেন?’ 

শনিবার বেলা ২টার দিকে বেশ কয়েকজন হিজড়া সাতক্ষীরা পোস্ট অফিস মোড় এলাকার আরমান কো-অপারেটিভ সোসাইটি মার্কেটে থাকা পত্রিকা অফিস, টেলিটক অফিসে এভাবেই টাকা আদায় করে।

স্থানীয় দৈনিক সাতক্ষীরা পত্রিকার স্টাফ রিপোটার সোহাগ হোসেন বলেন, বেশ কয়েকজন হিজড়া অফিসে এসে টাকা চাইতে শুরু করে। টাকা নেই বলতেই বলে- টাকা না দিলে অপমান করবো। বাধ্য হয়েই টাকা দিতে হয়েছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচলক দেবাশীষ সরদার বলেন, সাতক্ষীরা জেলার মধ্যে ৬৮ জন হিজড়া রয়েছে। এদের মধ্যে ৪০ জনকে আমরা ট্রেনিং দিয়ে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছি। সে সময় তাদের টাকা তোলার বিষয়টি নিষেধ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এভাবে চাঁদাবাজি বন্ধে নির্দেশনা থাকলেও তারা মানছে না। পদক্ষেপ গ্রহণের জন্য বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত