২৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে পোশাক শ্রমিকদের ছুটি

প্রকাশ : ২০ আগস্ট ২০১৭, ১৮:৩৭

সাহস ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, ঈদুল আযহাকে সামনে রেখে ২৮ অগাস্ট থেকে ধাপে ধাপে পোশাক শ্রমিকদের ছুটি দিতে গার্মেন্ট মালিকদের নির্দেশনা দিয়েছে সরকার।

২০ আগস্ট (রবিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় এবং প্রাসঙ্গিক বিষয়ে এক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, আজ বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ-সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের উপস্থিতিতে আলোচনা হয়েছে। আগামী ২৮ অগাস্ট থেকে পোশাক শ্রমিকদের পর্যায়েক্রমে ছুটি দেওয়া এবং ছুটির আগে তাদের ঈদ বোনাস দিয়ে দেওয়ার  সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বেতন ও অন্যান্য পাওনা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিশোধ করতে বলা হয়েছে।

অন্যদের মধ্যে আইজিপি এ কে এম শহীদুল হক, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত