ছাতকে মাতালেন পশ্চিমবঙ্গের সৌমেন অধিকারী

প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ১৫:১৫

ছাতক প্রতিনিধি

সুরের মূর্ছনায় ছাতক মাতিয়ে গেছেন উপ-মহাদেশের আধুনিক গানের প্রখ্যাত কণ্ঠশিল্পী সৌমেন অধিকারী।

পশ্চিমবঙ্গের খ্যাতনামা আধুনিক গানের শিল্পী সৌমেন অধিকারী একে-একে পরিবেশন করলেন নিঝুম সন্ধ্যায়, এই চাঁদ তোমার আমার, ও নদীরে একটি কথাই সুধাই শুধু তোমারে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মনসহ অসংখ্য জনপ্রিয় কলোজয়ী গান।

এ ছাড়া আরেক প্রখ্যাত কণ্ঠশিল্পী ছাতকের কৃতি সন্তান, সংগীতে মাদার তেরেসা আর্ন্তজাতিক এ্যাওয়ার্ডে ভুষিত যুক্তরাজ্য প্রবাসী হিমাংশু গোস্বামী পরিবেশন করেন সিলেট অঞ্চলের সেই বিখ্যাত গান ‘সিলেট প্রথম আজান ধ্বনি বাবায় দিয়াছে, মরমী কবি দূর্বিণশাহ রচিত শিল্পীর নিজের সুর করা ‘আমার অন্তরায় আমার কলিজায়সহ একাধিক জনপ্রিয় লোক সংগীত।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পৌরসভার উদ্যোগে মঙ্গলবার ছাতক বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় গানে-গানে দর্শক স্রোতাদের মাতিয়ে রাখেন আগত অতিথি শিল্পীবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত