লালমনিরহাট দলগ্রামে ৫ দিনে অর্ধশতাধিক গবাদি পশুর মৃত্যু

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৪৬

আসাদুজ্জামান সাজু

লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ দলগ্রামে গত ৫ দিনে অজানা রোগে অর্ধ শতাধিক গরু-ছাগলের মৃত্যু হয়েছে। অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়াতে অনেকেই তাদের গবাদি পশুগুলো বিক্রি করে দিচ্ছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার থেকে গরু-ছাগল মরতে শুরু করে। আক্রান্ত গরু-ছাগলের প্রথমে পিছনের পা কাঁপুনি শুরু হয়। পেট ফুলে গিয়ে মাটিতে পড়ে যায় এবং পুরো শরীর কাঁপতে থাকে। আনুমানিক ২ ঘণ্টা পর আক্রান্ত গরুর মুত্যু হয়। ওই অজনা রোগে আক্রান্ত হওয়ার আধা ঘণ্টা পরে মারা যাচ্ছে ছাগল।

লালমনিরহাট জেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. এএসএম নাসিরুদ্দিন খাঁন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ফুড পয়জনিং থেকে এমনটি হয়েছে। এর পরেও আক্রান্ত গরুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে ঠিক কারণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত