করোনা পরীক্ষা লাইনে দাঁড়িয়ে মৃত্যু ১৫ জনের

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২০, ১৯:৪৩

জুবাইর হোসাইন সজল

ক্রিসমাসের ছুটিতে দক্ষিন আফ্রিকায় প্রবেশে ইচ্ছুক লোকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছিলো দক্ষিণ আফ্রিকা সরকার।  আর এ পরীক্ষা করাতে এসেই গত সপ্তাহে মৃত্যু হয়েছে ১৫ জনের।

করোনা ভাইরাসের পরীক্ষা করতে আসায় তাই দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সীমান্তে ছিল মারাত্মক ভোগান্তি। ধীরে ধীরে অপেক্ষমান লোকদের ভীড় বাড়তে থাকে। যার ফলে লেগে যাচ্ছিলো ব্যাপক সময়। 

কয়েক কিলোমিটার পর্যন্ত পৌছে যায় অপেক্ষমান ট্রাক ও গাড়ির সারি। এই অবস্থায় অসুস্থ হয়ে পড়ে অনেকেই। সেখানে ছিলনা পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাও।

স্থানীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, সীমান্ত পার হওয়ার অপেক্ষায় থাকায় মানুষ ও যানজটের দীর্ঘলাইন তুলনামূলক খাবার, পানি ও চিকিৎসার অভাবেই অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক স্যান্ডিল বুথেলিজি স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন, সীমান্তে জট কমিয়ে আনতে করোনাভাইরাস পরীক্ষা শিথিল করা হবে। ৩০ দিনের মধ্যে যাদের নেগেটিভ রিপোর্ট আছে তারা কোভিড-১৯ পরীক্ষা ছাড়া দেশ থেকে বেরিয়ে যেতে পারবে কিন্তু পরীক্ষা করা হবে না।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত