পাকিস্তানে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬০

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ১৬:৪৩

সাহস ডেস্ক

পাকিস্তানের গিলগিট-বালতিস্তান ও আজাদ কাশ্মীরে তুষারধসে আরো ২১ জন নিহত হয়েছেন। এছাড়া বন্যা, ভূমিধস ও তুষারধসের মতো প্রাকৃতিক দুর্যোগে দেশটির বিভিন্ন স্থানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬০ জনে।

তুষারধসে এ পর্যন্ত পাকিস্তানেই ১০৯ জনের প্রাণহানির খবর মিলেছে। এর মধ্যে আজাদ কাশ্মীরের নিলাম ভ্যালিতেই মারা গেছে ৭৪ জন। সড়কে তুষার জমে থাকায় হেলিকপ্টারে উদ্ধার কাজ চলছে।

বুধবার (১৫ ডিসেম্বর) থেকে এসব সড়ক পরিষ্কারের কাজ শুরু করেছে গিলগিট-বালটিস্তান অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তবে এখনও সেখানে টেলিফোন ও বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ভারী তুষারপাতের কারণে গত চার দিন ধরে বন্ধ রয়েছে গিলগিট-স্কারদু সড়কটি। এর কারণে বালতিস্তান অঞ্চলের প্রায়৭০০ টি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত